Image

Blog Detail

Image

শাইখুল হিন্দ রহ: ইসলামিক রিসার্চ সেন্টার (মাদরাসা)

  • August 31, 2020
  • Monday 07:56:29 AM

ভারত তথা উপমহাদেশের আলেমে দ্বীন, আকাবীরে আসলাফ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহ: এর আদর্শে বাংলাদেশের তরুণ ও  মেধাবী উলামায়ে কেরামগণের একনিষ্ঠ চেষ্টা ও বুজুর্গদের দোয়ার বরকতে ঢাকার শেষপ্রান্তে ছোট পরিসরে গড়ে উঠেছে শাইখুল হিন্দ রহ: ইসলামিক রিসার্চ সেন্টার (মাদরাসা)টি । 


আলহামদুলিল্লাহ্, অল্প কয়েক বছরেই মাদ্রসাটি মক্তব, নাযেরা ও হিফজ্ থেকে শুরু করে কিতাব বিভাগ ও ইসলামিক উচ্চ গবেষনা বিভাগ 'ইফতা' বিভাগ চালু হয়েছে।  
এটা মহান রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত।  এই স্বনামধণ্য প্রতিষ্ঠানের ব্যয় দিন কে দিন বেড়েই চলছে।  মানসম্পন্ন শিক্ষক দিয়ে মাদ্রাসা চালানো একটু ব্যয়বহুল বটে।  এতে প্রতিষ্ঠানের পড়ার মান ভালো থাকে।  

Displaying 1.png


সর্বসাকুল্যে প্রতিষ্ঠানের সার্বিক দিক থেকে উন্নতি হলেও এর মাসিক খরচ যোগান দেয়া খুবই মুশকিল হচ্ছে।  এমতাবস্থায় মাদ্রাসার মান ও অস্তিত্য টিকিয়ে রাখতে হলে নিয়মিত আর্থিক যোগান অপরিহার্য্য।  
এমতাবস্থায়, সমাজের সকল শ্রেণির দ্বীনিভাই ও বোন যদি এগিয়ে আসে তবে এই খেদমতে তারাও অংশগ্রহন করতে পারলো, যা আখেরাতে সফলতা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।   

Displaying 2.png


নিম্নে মাদ্রারার তথ্য বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হলো: 

১/ নাম: শাইখুল হিন্দ রহ: ইসলামিক রিসার্চ সেন্টার (মাদরাসা)।  
২/ ঠিকানা: সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।  
৩/স্থাপিত: ২০১৬ ইং। 
৪/প্রতিষ্ঠাকালিন মুহতামিম: মুফতী খালেদ সাইফুল্লাহ,  
৫/ শিক্ষাসচিব : হাফেজ মাওলানা হাবীবুল্লাহ আল মাহমুদ। 
৬/ বর্তমান: একই। 
৭/বিভাগ: (ক) নূরানি (খ) নাজেরা, (গ) হিফজুল কুরআন, (ঘ) কিতাব, (ঙ) ইফতা, (চ)  বয়স্ক কুরআন শিক্ষার আসর। 
৮/ মোট: শিক্ষক : ১০জন।  
৯/কর্মচারী : ২জন। 
১০/ চলমান মোট ছাত্র: ১২৮ জন। 
১১/আবাসিক : ১০২জন। নূরানি :১৬ জন, নাজের:১৩ জন, হিফজ: ২৭, কিতাব: ৫২ জন, ইফতা: ২০জন। 
১২/ মাসিক খরচ: ৩,১০,০০০/-

ভাড়া: ৬০,০০০/-

বিদ্যুৎ, পানি,গ্যাস: ১৮,০০০/-

শিক্ষক বেতন: প্রায় ১,০০,০০০/-

বোর্ডিং : ১,৩০,০০০

ছাত্রদের থেকে মাসিক আয়: ২,১০,০০০/-থেকে ২,২০,০০০/-

বেতন, খাবার বাবদ বার্ষিক : খরচ প্রায়: ৩৮,০০,০০০/- 
ছাত্রদের থেকে আয়: ২৮,০০,০০০/- (বেতন, খাবার, ভর্তি বাবদ)

প্রতিমাসে গড়ে ঋণের পরিমাণ: ৪০,০০০/- থেকে ৪৫,০০০/- টাকা

বাৎসরিক ঘাটতি: ১০,০০,০০০/- টাকা

Displaying Home.png

প্রতিষ্ঠাকালিন শিক্ষক :

১/মুফতী খালেদ সাইফুল্লাহ।  
২/ মাওলানা হাবিবুল্লাহ আল মাহমুদ।  
৩/ মাওলানা  মুফতী কাউসার আহমাদ।  
৪/ হাফেজ মাওলানা আব্দুল হান্নান। 
৫/ খাদেম লুকমান।
বর্তমান শিক্ষক:  : ১/মুফতী খালেদ সাইফুল্লাহ।  
২/ হাফেজ  মাওলানা হাবিবুল্লাহ আল মাহমুদ।  
৩/ মাওলানা  মুফতী কাউসার আহমাদ।  
৪/ হাফেজ মাওলানা মুফতী আব্দুল হাকিম।  
৫/ হাফেজ  মাওলানা মুফতী আমির আহমাদ। 
৬/ জনাব নজরুল ইসলসম। 
৭/ জনাব সালাহ উদ্দীন। 
৮/ হাফেজ মাওলানা মাকসুদুল হক। 
৯/ হাফেজ ফিরোজ আহমাদ। 
১০/ ক্বারী মুহিববুল্লাহ। 
১১/ খাদেম শাহজাহান। 
১২/ খাদেম শফি উদ্দীন।

নিম্নে শাইখুল হিন্দ রহ: ইসলামিক রিসার্চ সেন্টার (মাদরাসা) এর ব্যাংক এ্যাকাউন্ট দেয়া হল। 

Account Name: Shaikhul Hind Rh Islamic Research Center 
Account No:  01210210004854
Bank : Jamuna Bank Ltd.
Branch : Shimrail

 

আরজগুজার  

মুফতী খালেদ সাইফুল্লাহ

মুহতামিম

শাইখুল হিন্দ রহ: ইসলামিক রিসার্চ সেন্টার (মাদরাসা)

যোগাযোগ: ০১৭১৬ ৪৮৯১৫৬