Blog Detail
বায়তুন নূর জামে মসজিদ, বাগের হাট
- December 30, 2019
- Monday 17:32:58 PM
খুলনা, বাগেরহাট জেলার গজালিয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের ১০০ ঘরের সমষ্ঠি নিয়ে ছোট্ট একটি মুসলিম সমাজ। কৃষি কাজ ও কিছু মজুর করেই এখানকার মানুষের জীবনের জন্য জীবিকা উপার্জন করে থাকে।
দ্বির্ঘ্য ১০-১৫ বছরের জমাকৃত অর্থ নিয়ে ২০০৭ সালে গ্রামের সকলের কষ্টের পয়সায় মসজিদের জন্য ওয়াকফ্ করা জায়গা ৯ শতক একটি মসজিদ নির্মানের জন্য উদ্যোগ নেয়। দুই তলার ফাউন্ডেশন নিয়ে মসজিদ টির কাজ শুরু হলেও অর্থের স্বল্পতার কারনে কাজ স্থগিত হয়ে যায়।
বর্তমানে ৬০ ফিট / ৪০ ফিট মসজিদের বারান্দা নির্মান করা যায় নি।
নামাযীদের জন্য অজুখানা নির্মান করা লাগবে। এজন্য জায়গা নির্ধরণ করা আছে । অজুখানার জন্য মটর বসাতে হবে। যদিও আপাতত টিউবওয়েল দিয়ে অজুর কাজ চলছে।
এছাড়া মসজিদের ভিতরে টাইলস্ ও মিনার এর কাজ করার পরিকল্পনা রয়েছে।
নিজেদের গ্রামের এই মসজিদ টি সৌন্দর্যের জন্য গরিব পরিবারগুলো বর্তমানে সচ্ছল ও সাবলম্বিদের দানে যদি এই কাজটুকু মহান আল্লাহপাক সমাধান করে দিতো।
আল্লাহপাক আমাদের সকলকে এই নেক হাসিল করার তৌফিক দান ফরমান।
মসজিদটির নির্মানের জন্য অর্থ দানের জন্য মসজিদের নাম ও হিসাব নিম্নে বণিত হলো :
ব্যাংক একাউন্ট নাম : বায়তুন নূর জামে মসজিদ, গজালিয়া শেখপাড়া,
একাউন্ট নম্বর : ১১০৯০
ব্যাংক : কৃষিব্যাংক
ব্রাঞ্চ : গজালিয়া বাজার, কচুয়া, বাগের হাট।