page-title-ayat.png

Others Courses Details

Image

99 Names of Allah (আল্লাহর ৯৯ নামসমূহ)

  • July - 20 - 2019
  • 07:02:44 AM

আল্লাহর ৯৯ নাম পড়ার নিয়ম আল্লাহর নামসমূহ দুইভাবে পড়া যায়ঃ 1.নামের শুরুতে আলিফ লাম যুক্ত করে।যেমনঃ আর রাহমানু 2.নামের শুরুতে ইয়া যুক্ত করে । যেমনঃ ইয়া রাহমানু মুকাদ্দামা- পবিত্র কোরআন ও হাদীসের বানী সমুহ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী করিম (সাঃ) এরশাদ করেছেন আল্লাহ তালার ৯৯টি নাম রয়েছে যে তা মুখস্থ করবে সে বেহেশ্তে প্রবেশ করবে। এই হাদীসের অন্যত্র এরূপ আছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নিবে সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে। এই নাম গুলো হচ্ছে আল্লাহর, যিনি ব্যতিত কোন মাবুদ নেই। কোরআন হাদীসের বাণী আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। (সূরা আল আ’রাফ: ১৮০) আল্লাহ্‌ তা’আলার রয়েছে নিরানব্বইটি নাম, একশো থেকে একটি কম, যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাহ -তে যাবে। বুখারি ৩.৫০:৮৯৪ সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদীসে আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন : নিশ্চয় আল্লাহর ৯৯টি নাম আছে, ১০০র একটি কম, যে ব্যক্তি এ নামগুলো সংরক্ষিত রাখবে বা হিসাব রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। এ হাদীসে নামগুলো বিবরণ দেয়া হয় নি।এক্ষেত্রে আগ্রহী মুসলিম চিন্তা করেন, রাসূলুল্লাহ ﷺ ৯৯ টি নাম হিসাব রাখতে নির্দেশনা দিলেন কিন্তু নামগুলোর নির্ধারিত তালিকা দিলেন না কেন? এ প্রশ্নের উত্তরে উলামায়ে কেরাম বলেন যে, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আংশিক গোপন রাখা হয়, মুমিনের কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য। যেমন, লাইলাতুল কাদর। জুম’আর দিনের দোয়া কবুলের সময়, ইত্যাদি। অনুরূপভাবে নামের নির্ধারিত তালিকা না বলে আল্লাহর নাম সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে, যেন বান্দা আগ্রহের সাথে কুরআন কারীমে আল্লাহর যত নাম আছে সবই পাঠ করে, সংরক্ষণ করে এবং সে সকল নামে আল্লাহকে ডাকতে থাকে এবং সেগুলির ওসীলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। বুখারী, আস-সহীহ ২/৯৮১, নং ২৫৮৫, মুসলিম, আস-সহীহ ৪/২০৬৩, নং ২৬৭৭। আল্লাহর ৯৯ টি নাম – সত্তাগত নাম ১.ইয়া আল্লাহঃ الله يآ *যে ব্যক্তি দৈনিক ১০০ বার আল্লাহর নামটি জিকির করবে, আল্লাহপাক তার ঈমান দৃঢ় করবে। পার্থিব কোন লোভ-লালসা বা ছলনা তার ঈমান নষ্ট করতে পারবে না। আল্লাহর নাম কুরআনে যেখানে যেখানে যেখানে আছেঃ সূরা ফাতিহা: ১ নং আয়াত , সূরা আল ইমরানঃ ১৮ নং আয়াত, সূরা মায়ীদাহঃ ১০৯ নং আয়াত, সূরা আনয়ামঃ ১২৪ নং আয়াত, সূরা আরাফঃ ১৮০ নং আয়াত , সূরা আনফালঃ ৪০ নং আয়াত , সূরা আন নাহলঃ ৯১ নং আয়াত , সূরা ত্বোয়াহাঃ ৮ নং আয়াত , সূরা আল হাদীদঃ ৫ নং আয়াত, আল্লাহর কিছু বৈশিষ্ট্য হলোঃ ১. আল্লাহর কোন অংশীদার নেই, কোন সমকক্ষ নেই এবং কোন প্রতিদ্বন্দ্বী নেই; ২. আল্লাহর কোন পিতা, মা, পুত্র বা স্ত্রী নেই; ৩. কাউকে বা কিছু একটি মধ্যবর্তী হিসেবে কাজ করা ছাড়াই সরাসরি আল্লাহর উপাসনা করা যায়; ৪. আল্লাহর কেউ এর উপাসনার প্রয়োজন হয় না; ৫. আল্লাহ কারো জবাবদিহি হয় না; ৬. আল্লাহ কোন ব্যক্তি বা জিনিসের উপর নির্ভরশীল নয়. বরং সকল ব্যক্তি এবং সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল; ৭. আল্লাহ কারো সহায়তা ছাড়াই সবকিছু সৃষ্টি করতে পারেন; ৮. কিছুই আল্লাহর উপরে বা আল্লাহর সঙ্গে তুলনীয় নয়; ৯. বিদ্যমান কিছুই নেই যা সম্পূর্ণভাবে আল্লাহর পরাধীন নয়; ১০. কেউ প্রতিরোধ করতে পারেন না, যা আল্লাহ প্রদান করে, আর কেউ প্রদান করতে পারেনা যা আল্লাহ প্রতিরোধ করে; ১১. শুধুমাত্র আল্লাহই কারো উপকার বা ক্ষতি করতে পারে, এই ক্ষমতা অন্য কেউ রাখে না।